মৌলভীবাজারের জুড়ীতে স্কুলের গাছ বিক্রির দায়ে সভাপতি অপসারণ, কমিটি বিলুপ্ত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৩৩,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১ | সংবাদটি ২৩০ বার পঠিতজুড়ীর লাঠিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলাম প্রক্রিয়া ছাড়াই কেটে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়জুর রহমানকে তার স্বীয় পদ থেকে অপসারণ করে চলমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুকের কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ। এছাড়াও ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার লাঠিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি গাছ বিধিবহির্র্ভতভাবে কর্তন করে বিক্রি করা হয়। এ নিয়ে গত বছরের ৩ নভেম্বর গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। এরপর ঐদিনই ইউএনও আল ইমরান রুহুল ইসলামের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিনকে ৮ নভেম্বরের মধ্যে জবাব প্রদানের জন্য শোকজ করেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গাছগুলো কর্তনের সঠিক তথ্য জানার লক্ষ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা ১০ নভেম্বর ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। উক্ত তদন্ত কমিটি গত ১২ নভেম্বর প্রকাশ্যে এলাকাবাসীর উপস্থিতিতে ঐ বিদ্যালয়ের অফিসকক্ষে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করেন। তদন্তে গাছ কেটে বিক্রির সাথে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক উভয়ের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এসময় সভাপতি ও প্রধান শিক্ষক তাদের দায় স্বীকার করেন। পরবর্তীতে তদন্ত দল তদন্ত প্রতিবেদন উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেন। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত প্রতিবেদনটি জেলা শিক্ষা কর্মকর্তা শামসুর রহমানের নিকট জমা দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিবেদনের আলোকে জেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক বরাবরে এবং বিদ্যালয়ের সভাপতি ফয়জুর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির কাছে চিঠি দেন। এরই প্রেক্ষিতে বুধবার উপজেলা শিক্ষা কমিটির সভায় ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুর রহমানকে অবৈধভাবে গাছ কর্তনের দায়ে সভাপতি পদ থেকে অপসারণ করে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ জানান, নিলাম ছাড়া স্কুলের সরকারি গাছ কর্তন করে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাঠিটিলা সরকারি প্রাইমারী স্কুলের সভাপতিকে স্বীয় পদ থেকে অপসারণ করে কমিটি বিলুপ্ত করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো প্রতিবেদনের আলোকে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।