সদ্য বিয়ে, পরকীয়ায় ধরা পড়লেন অঙ্কিতা লোখান্ডে!

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪০:৪২,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ১৪০ বার পঠিতমাত্র চার দিন হল বিয়ে করেছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। কিন্তু একি কাণ্ড! সহকর্মী করণবীর বোহরার সাথে হাতেনাতে ধরা পড়লেন স্বামী ভিকি জৈনের কাছে!
স্বামীর অনুপস্থিতিতে করণবীরের হাতে হাত রেখে খানিক প্রেমালাপে মজেছিলেন অঙ্কিতা। কিন্তু ঠিক তখনই বেরসিক ভিকি হাজির হন অঙ্কিতা-করণবীরের সেই প্রেমালাপের বারোটা বাজাতে! স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখতে উপদেশ দেন করণবীরকে।
দুজনেই তখন তাকে দেখে খানিক অপ্রস্তুত। এর পরে আর কোনও বাক্য ব্যয় না করে অঙ্কিতাকে সেখান থেকে নিয়ে চলে যান ভিকি। অঙ্কিতাও চুপচাপ হাত জোড় করে করণবীরকে বিদায় জানিয়ে ফিরে যান স্বামীর সঙ্গে।
আসলে ভক্তদের বিনোদন দিতেই এই ভিডিও তৈরি করেন তারা।
করণবীর-অঙ্কিতা-ভিকির এই সংক্ষিপ্ত রিলের ত্রিকোণ প্রেমের গল্প দেখে হাসির বন্যা বইছে ভক্তদের মাঝে।সূত্র: আনন্দবাজার