একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন যশ-নুসরত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৩:৫৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২২ | সংবাদটি ৮১ বার পঠিতগোয়ায় ছুটি কাটাচ্ছেন যশ ও নুসরত। বর্ষশেষ ও নতুন বছরের শুরুটা একান্তে কাটাতেই গোয়া পাড়ি দিয়েছেন দুজনে।
গোয়ায় হিয়ে কাঁকড়া না খেলে হয়! ডায়েট ভুলে গোয়ার ক্যুজ্নে মজেছেন নায়িকা।
গোয়ার অলিগলিতে চুটিয়ে ঘুরছেন দুজনে। একগুচ্ছ ফুল হাতে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন নায়িকা।
দুদিন আগেই ম্যাচিং পোশাকে এয়ারপোর্টে দেখা যায় তারকা দম্পতিকে।