ব্লগার অনন্ত হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫০:৫৯,অপরাহ্ন ৩০ মার্চ ২০২২ | সংবাদটি ৪৫৩ বার পঠিতবিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে দুই আসামি—শফিউর রহমান ফারাবী ও আবুল খায়ের রশীদ আহমেদকে আদালতে হাজির করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমেদ। এদের মধ্যে তিনজন পলাতক। অপরাধ প্রমাণিত না হওয়ায় শফিউর রহমান ফারাবীকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া কারাবন্দি অবস্থায় মান্নান নামে আরেক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের কৌঁসুলি মুমিনুর রহমান বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। অনন্ত বিজ্ঞান লেখক ছিলেন। আসামিরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তাকে হত্যা করে।